জেনে নিন, এসির বিস্ফোরণ এড়াতে যা করবেন

ac-blust-PBA

পিবিএ ডেস্ক: গরমে গ্যাস সিলিন্ডারের মতো অনেকসময় এসিও বিস্ফোরিত হয়। এসির প্রেসার বেড়ে গেলে কম্প্রেসার বিস্ফোরণ ঘটতে পারে। অনেক সময় বার্নেবল গ্যাসের কারণেও ঘটতে পারে এসি বিস্ফোরণ। বৈদ্যুতিক হাই ভোল্টেজের কারণে মেশিনের ওপর চাপ সৃষ্টি হলেই এক সময় বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়। বজ্রপাতের কারণে অনেক সময় এসি বিস্ফোরণ ঘটতে পারে।

এসির বিস্ফোরণ এড়াতে যা করবেন:

এসি দীর্ঘক্ষণ চালু থাকলে যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। অন্তত এক-দুই ঘণ্টা এসিকে বিশ্রাম দিন।

এসির ভেতর কিছু যেন কিছু জমাট বেঁধে না যায় খেয়াল রাখুন। আপনার এয়ার ফিল্টার নিয়মিতি পরিষ্কার ও পরিবর্তন করুন। গ্রীষ্ম, শীত ও বসন্তের সময় একবার এটি করা উচিত।

গরমের শুরুতেই এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার এসবের অবস্থাটা ঠিকমতো পরীক্ষা করতে হবে।

অনেক দিন বন্ধ থাকার কারণে চালু করলে এসির ভেতরে শব্দ হতে থাকে। আবার পানিও পড়তে পারে।

বছরে অন্তত একবার টেকনিশিয়ান দিয়ে এসি চেক করান। বৈদ্যুতিক হাই ভোল্টেজ এড়ানোর জন্য ছাদে বজ্রনিরোধক ব্যবস্থা রাখুন।

নকল এসি ব্যবহার করবেন না। তাই এসি কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...