জেনে নিন, কিভাবে স্কুল পড়ুয়াদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস

পিবিএ ডেস্কঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবেটিস বা মধুমেহ। অল্প বয়সেই শুধু নয়, স্কুল পড়ুয়াদের মধ্যে বাড়ছে টাইপ টু ডায়াবেটিস। এই রোগ নিয়ে আলাদা বিশেষ কর্মসূচি নেওয়ার আহ্বান জানাল বিশেষজ্ঞরা। ‘‌এই রোগকে নিয়ন্ত্রণে আনতে সব মহলেই প্রয়োজন অজ্ঞতা দূর করার। রোগী নির্বিশেষে কী ওষুধ দেওয়া হবে তা চিকিৎসকের ওপরেই নির্ভর করে। ডায়াবেটিস রোগ শুনে ভয় পাওয়ার কিছু নেই। বর্তমানে উন্নতমানের আধুনিক ওষুধে এবং জীবনযাপন ও খাদ্যাভ্যাস মেনে চললে সুস্থভাবে থাকা যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধ খাওয়া, ইনসুলিন নেওয়া চালিয়ে যেতে হবে। শহর হোক বা গ্রামাঞ্চল সব স্তরেই ডায়াবেটিসের বিস্তার। সুগার নিয়ন্ত্রণে ওজন যাতে না বাড়ে খেয়াল রাখতে হবে। হার্ট, কিডনি, চোখের চেকআপ নিয়মিত করানো জরুরি। এখন অনেক নিত্যনতুন ওষুধে রক্তে শর্করার পরিমাণ কমার সঙ্গে সঙ্গে হার্ট, কিডনিও ভাল রাখে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রত্যাশিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে হলে স্কুল স্তর থেকে সচেতনতা গড়ে তুলতে হবে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...