পিবিএ ডেস্ক: কলেজে পড়াশোনা করছি। এমনি কোনও সমস্যা নেই। তবে যৌনতা বা সেক্সের প্রতি আগ্রহ একটু বেশিই। তাই কৌতূহল বাবদ বহু প্রশ্নই মনে আসে। কথায় আছে, ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ এই তিন নাকি ঈশ্বর ঠিক করেন। তবে ঠিক কোন বয়সে যৌনসুখ চরম হতে পারে? এই কৌতূহল প্রায়ই মনে আসে। পাশাপাশি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে বয়স কি এক হয়? এর উত্তর কি সম্ভব?
– অনিন্দ্য দত্ত, (নাম পরিবর্তিত) বালুরঘাট থেকে।
মনোবিদ মনন শীলের উত্তর, যেতেহু প্রশ্নে ‘উত্তর সম্ভব’ কিনা জানতে চাওয়া হয়েছে, তাই এই নিয়ে আলোচনা শুরু করলাম। আন্তর্জাতিক বহু পরীক্ষাতেই প্রমাণিত, বিছানায় সচল বা সক্ষমতার কোনও বয়স হয় না। কারণ, তা নির্ভর করে অন্যান্য আরও ফ্যাক্টর বা বিষয়ের উপর। তবে লিবিডো বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে অনুভূত যৌনইচ্ছা একাধিক বিষয়ের উপর নির্ভর করে। পরীক্ষাতে এও প্রমাণিত যে, মহিলাদের ক্ষেত্রে ১৮-২৪ বছরের মধ্যেই লিবিডো সর্বাধিক থাকে।
পুরুষদের ক্ষেত্রে উলটোটা। ৩০-এর ঘরে পা রাখার পরই বেশি ‘সেক্সুয়ালি চার্জড্’ অনুভব করেন তাঁরা। এই ধরনের পরীক্ষা সাধারণত একসঙ্গে বহু মানুষের উপর করা হয়। তাই প্রত্যেকের ক্ষেত্রেই তা মিলবে, এটা জরুরি নয়।
পিবিএ/বিএইচ