জেনে নিন, ক্যানসারের ১১ লক্ষণ

পিবিএ ডেস্কঃ ক্যানসার নামেই আমাদের হাড় হিম হয়ে যায়। কারণ এই দুরারোগ্য ব্যধির সেভাবে কোনও সমাধান নেই। কিন্তু আজকাল যেভাবে ঘরে ঘরে ক্যানসারের দেখা পাওয়া যাচ্ছে তাতে উদ্বিগ্ন হওয়ারই কথা। তবে যদি প্রাথমিক স্তরেই ক্যানসার ধরা পরে তাহলে তা নিরাময় করাও অনেকসময় সম্ভব হয়। তার জন্য সবার প্রথমে ক্যানসারের প্রাথমিক স্তরের লক্ষ্ণগুলি জানা উচিত। অনেক সময়ই আমাদের শরীরে কোনও পরিবর্তন হচ্ছে বোঝা সত্ত্বেও সেদিকে আমরা গা করি না, নজর দিই না। ছোটখাটো বিষয় বলে গুরুত্ব দিই না। আর সেখানেই মস্ত বড় ভুলটা হয়ে যায়। আর সেই জন্য়ই এই প্রতিবেদনটি আমরা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যাতে, ক্যানসারের প্রাথমিক স্তরের লক্ষণ সম্পর্কে সম্যক ধারণা হয় সবার। কোন লক্ষণকে গুরুত্ব দেওয়া উচিত তা যাতে বুঝতে পেরে আগে থেকেই আপনারা সচেতন হতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক ক্যানসারের প্রাথমিক স্তরের কোন লক্ষণগুলিকে এড়িয়ে যাওয়া উচিত নয়।

হঠাৎ করে ওজন কমাঃ খাবারের কোনও তফাৎ হয়নি, আলাদা করে আপনি কোনও এক্সারসাইজ করছেন না বা রোগা হওয়ার কোনও চেষ্টা করছেন না তবুও যদি হঠাৎ করে অনেকটা ওজন কমে যায় বুঝবেন বিষয়টি স্বাভাবিক নয়। এক্ষেত্রে কিন্তু অগ্নাশয়, ফুসফুস বা পেটের ক্যানসারের লক্ষণ হতে পারে। নাও হতে পারে, তবে এণন হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

মূত্রের সঙ্গে রক্তঃ অনেকসময় কাসি হলে কফের সঙ্গে বা মূত্রের সঙ্গে দু-একবার খুব হাল্কা পরিমাণে রক্ত দেখা যায়। অনেকসময় হয়তো সত্যিই শরীর গরম হওয়ার জন্য হয়। কিন্তু এই ধরণের লক্ষণ কিন্তু ভাল না। মলাশয়ের বা কিডনির ক্যানসারের ক্ষেত্রেও প্রাথমিক লক্ষণ এগুলি হতে পারে।

আঁচিলের পরিবর্তনঃ সবচেয়ে বেশি হওয়া ক্যানসারগুলির মধ্যে অন্যতম ত্বকের ক্যানসার । এক্ষেত্রে আপনার শরীরের কোনও আঁচিল বা তিলের রং, আকার, আয়তন, রং, বর্ণে মধ্যে হঠাৎ করে কোনও পার্থক্য আসে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

দুমাসের ঋতুচক্রের মাঝের সময়ও রক্তপাতঃ (মহিলাদের ক্ষেত্রে) যদি দুমাসের ঋতুচক্রের মাঝের সময়ও রক্তপাত হতে থাকে, তাহলে বুঝতে হবে এটা স্বাভাবিক নয়। কিংবা যদি ঋতুচক্রের রক্তপাতেও কোনও রকমের পরিবর্তন লক্ষ্য করেন তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

পুরুষাঙ্গের পরিবর্তনঃ (পুরুষদের ক্ষেত্রে) পুরুষদের ক্ষেত্রে ক্যানসারের একটি লক্ষণ হতে পারে পুরুষাঙ্গের পরিবর্তন। যৌনাঙ্গে যদি ফোলা ভাব, বা অংশে পিণ্ডাকৃতি কিছু তৈরি হয়, ব্যথা বা জ্বালা হয় তাহলে তাকে অদেখা করবেন না। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

মূত্র করার ক্ষেত্রে অসুবিধাঃ (পুরুষদের ক্ষেত্রে) এটা ক্যানসারের একটা লক্ষণ হতে পারে। প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পাওয়াটা পুরুষদের মধ্যে খুব সাধারণ একটি বিষয়। বয়সের সঙ্গে সঙ্গে এর ফলে সমস্যা হতে পারে। কিন্তু অল্পবয়সে যদি এই ধরণের সমস্যা হয় সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

স্তনের পরিবর্তনঃ স্তন ক্যানসার যে শুধু মহিলাদের ক্ষেত্রে হয় তা সম্পূর্ণ ভুল। পুরুষদেরও এই ধরণের ক্যানসার হতে পারে। স্তনের আকারের পরিবর্তন, স্তনের চামড়া শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া, কোনও পিণ্ড তৈরি হওয়া, স্তনবৃন্তে পরিবর্তন, এই ধরণের সমস্য হলে চিকিৎসকের পরামর্শ নিন।

অসহনীয় যন্ত্রণাঃ ঋতুচক্রের সময় পেটের অস্বাভাবিক ব্যথা, কিংবা, কোনও হাড়ে মাসের পর মাস ধরে যন্ত্রণা এই সবই ক্যানসারের লক্ষণ হতে পারে।

অস্বাভাবিক ক্লান্তিঃ কাজের চাপে মানুষের মধ্যে ক্লান্তি আসতেই পারে। কিন্তু কিছু না করেও যদি প্রচন্ড ক্লান্ত মনে হয়, টানা ঘুমনোর পর বা বিশ্রাম নেওয়ার পরও যদি ক্লান্তি কাটতে না চায় তাহলে বুঝবেন তা স্বাভাবিক নয়। এটা ক্যানসারের লক্ষণ হতে পারে।

ঢোক গিলতে অসুবিধাঃ ঠাণ্ডা লাগলে বা টনসিলের সমস্যায় গিলতে অসুবিধা হয়, গলায় ব্যাথা লাগে। কিন্তু এই ব্যথা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে বুঝবেন তা মোটেই স্বাভাবিক নয়। মুখের বা গলার ক্যানসারের লক্ষণ হতে পারে এটা।

জ্বরঃ জ্বর খুব স্বাভাবিক ও সাধারণ একটি ব্যধি। কিন্তু যদি ঘন ঘন জ্বর হতে থাকে এবং শরীরের তাপমাত্রা সবসময় স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলে চিন্তার বিষয়। ক্যানসারের লক্ষণ হতে পারে এটি।

পিবিএ/এমআর

আরও পড়ুন...