জেনে নিন ঘূর্ণিঝড়ের আগে যা করবেন

পিবিএ ডেস্ক : বর্তমান সময়ে সবার আতঙ্ক ঘূর্ণিঝড় ‘ফণী । তাই এখনি জেনে নিন ঘূর্ণিঝড়ে আগে যা করেবন । পিবিএ পাঠকদের জন্য ঘূর্ণিঝড়ের আগের করনীয় তুলে ধরা হলো :

১/ জরুরী নথিপত্র এমন জায়গায় রাখুন,যেখানে ভিজে যাওয়ার আশঙ্কা নেই ।
২/ প্রাথমিক চিকিৎসার ওষুধ,পানীয় জল,মোমবাতি,দেশলাই ইত্যাদি হাতের কাছে রাখুন ।
৩/মোবাইল ফোনের ব্যাটারি চার্জ রাখুন । পাওয়ার ব্যাংক থাকলে তা যেন ফুল থাকে ।
৪/ঘূর্নিঝড় সংক্রান্ত তথ্যে নজর রাখুন ।
পিবিএ/এমএস

আরও পড়ুন...