জেনে নিন ঢাকায় কখন, কোথায় ঈদের জামায়াত

নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

পিবিএ,ঢাকা: মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে পরেরদিন বৃহস্পতিবার।

প্রতিবারের মত এবারও পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি জামায়াত হবে। প্রথম জামায়াতটি হবে সকাল সকাল ৭টায়। পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পরের জামাতগুলো হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ৩০২টি স্থানে এবার ঈদের জামাত হবে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ২২৮টি জামায়াতের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

জানা গেছে, ডিএনসিসি এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে পাঁচটি করে জামায়াত হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা এসব জামায়াতের ব্যবস্থাপনায় থাকবেন। এজন্য ডিএনসিসি প্রয়োজনীয় সব খরচ দেবে।

নয়াপল্টন জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা এবং ৯টায় দুটি জামাত হবে।

স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটক সংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লনে সকাল ৮টায় আরও দুটি জামাত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...