জেনে নিন, ত্বক দ্রুত ফর্সা করার ঘরোয়া উপায়

পিবিএ ডেস্কঃ আমাদের দেহে অতিরিক্ত তেল নিষ্কাশিত হলে তা আমাদের তৈলাক্ত ত্বকের কারণ হয়ে দাঁড়ায়। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে নানা রকম সমস্যা হতে পারে। এর ফলে মুখে ব্রোনো, মুখে লাল লাল ছোপ বা নাকের আসে পাশে ব্ল্যাকহেডস ইত্যাদি নানা সমস্যা হয়। এছাড়া যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত কোথাও বাইরে যাবার সময় সাজগোজ করতেও নানা সমস্যা হয় বা মুখের মেকাপ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যা মোটেও বাঞ্ছনীয় নয়। সাধারণত জীন গত কারণে, বা হরমোনের ক্ষরণ অসম হলেও ত্বক তৈলাক্ত হতে পারে। এই সমস্যা খুব সহজেই কতগুলি ঘরোয়া উপায়ে সমাধান করা সম্ভব। দেখেনি সেগুলি কি কি।

ভিনিগার ট্রিটমেন্টঃ ভিনিগার প্রায় আমাদের সকলের বাড়িতেই থাকে। ভিনিগার ত্বকের অতিরিক্ত তেল দূর করার একটি সহজ ও ঘরোয়া উপায়। রাতে শুতে যাওয়ার আগে তুলো ভিনিগারে ভিজিয়ে মুখে ভালো করে লাগিয়ে নিন। ৫ থেকে ১০ মিনিট পর ভালো করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তবে বাজারে যে চিলি ভিনিগার কিনতে পাওয়া যায় সেটি ব্যবহার না করে প্লেন ভিনিগার ব্যবহার করা উচিত। এছাড়া গরম কালে বরফ জমানোর পাত্রটিতে ভিনিগার পানির সাথে মিশিয়ে জমিয়ে তা মুখে মাখলে মুখের অতিরিক্ত তেল সহজেই দূর করা যাবে।

টমেটো ট্রিটমেন্টঃ একটি পাকা টমেটো মিক্সিতে বেটে নিতে হবে। এবার তুলোর সাহায্যে সেটি সারা মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। পুরোপুরি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালোকরে ধুয়ে ফেলতে হবে। এতে সহজেই মুখের অতিরিক্ত তেল দূর করা যাবে। সপ্তাহে ৩ বার এই পন্থা অবলম্বন করলে কিছুদিনের মধ্যেই ফলাফল পাওয়া যাবে।

মধু ও আলমন্ড ট্রিটমেন্টঃ ১০ থেকে ১২টি আলমন্ড বাদাম মিক্সিতে গুঁড়ো করে নিন। এবার মধু ও আলমন্ডের পেস্ট বানিয়ে মুখে হালকা করে ঘষে নিতে হবে। এটি স্ক্রাবারের কাজ করবে। ৫ মিনিট ভালো করে হালকা করে ঘষে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের তেলতেলে ভাব দূর হয়ে যায়।

কমলালেবুর খোসাঃ কমলালেবুর খোসা আগে থেকে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার ঠান্ডা দুধের সাথে মিশিয়ে পেস্ট মতো বানিয়ে নিতে হবে। এই পেস্টটি গোসল করতে যাওয়ার আগে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে মেখে ১০ থেকে ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে খুব সহজেই মুখের তেলতেলে ভাব দূর করা সম্ভব।

ব্যাসন ও দই ফেসপ্যাকঃ ২ থেকে ৩ চামচ ব্যাসন ও পরিমান মতো টকদই ভালো করে মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাকটি মুখে ভালো করে লাগিয়ে নিন। ৫ থেকে ৭ মিনিট পর হাতে অল্প ঠান্ডা পানি নিয়ে হালকা হাতে মুখ ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

পুদিনা পাতার ফেসপ্যাকঃ ২৫ থেকে ৩০ টি পুদিনা পাতা ভালো করে ধুয়ে পেস্ট মতো বানিয়ে নিতে হবে। এবার এর সাথে মধু ভালো করে মিশিয়ে সেটি ভালো করে মুখে মেখে লাগিয়ে নিন। ১৫থেকে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন।

মুলতানি মাটির ফেসপ্যাকঃ মুলতানি মাটি, গোলাপজল ও লেবুর রস পরিমান মতো মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করুন। এবার মিশ্রণটি মুখে ভালো করে লাগিয়ে নিন। ঠোঁট ও চোখের পাতায় না লাগানোই ভালো। ১৫ মিনিট মতো অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন।

পাকা পেঁপের ফেসপ্যাকঃ প্রয়োজন মতো পাকা পেঁপে মিক্সিতে বেটে নিন। এবার এর সাথে ৩ থেকে ৪ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার তৈরী মিশ্রণটি ভালোকরে মুখে লাগিয়ে নিন। এটি খুব সহজেই মুখের অতিরিক্ত তেল দূর করে। তৈলাক্ত ত্বকের যত্ন নিতেও এই ফেস প্যাকটি অত্যন্ত উপকারী।

আপনার হাতের কাছেই পেয়ে যাবেন উপাদানগুলি। প্রয়োজন শুধু একটু সময়ের। তাই নিজের জন্য অল্প একটু সময় বের করে নিয়ে ফেস প্যাকগুলি ত্বকে এপ্লাই করতে পারেন। আশাকরি ত্বকের তেলতেলে ভাব দূর হবে। ত্বক স্বাস্থ্যজ্জল ও সুন্দর হয়ে উঠবে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...