জেনে নিন দারুচিনি কিভাবে ব্যথা কমায়

পিবিএ ডেস্ক: মসলা হিসেবে দারুচিনি সুপরিচিত। এটি মুলত গাছের ছাল৷ রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। অনেকেই হয়তো জানেন না, এই মশলা বিভিন্ন ব্যথা নিরাময় করতেও সাহায্য করে। যেমন-

জেনে নিন দারুচিনি কি কি ব্যথা নিরাময়ে কাজ করে:

১. আথ্রাইটিসের ব্যথা কমাতে খেতে পারেন দারুচিনি। এজন্য এক কাপ গরম পানিতে দুই চামচ মধু আর এক চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে নিন। প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলা এটি নিয়ম করে পান করলে উপকার পাবেন।

২. শরীরে কোনও অস্থিসন্ধিতে ব্যথা হলে উষ্ণ পানির মধ্যে সম পরিমাণ মধু ও দারুচিনি গুঁড়া মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ নিযমিত ব্যথার জায়গায় মালিশ করে। এতে ব্যথা অনেকটাই দূর হবে।

৩. কোনও কারণে মাড়িতে ব্যথা হলে বা মাড়ি ফুলে গেলে দারুচিনির এসেনশিয়াল অয়েল লাগিয়ে দিন। এতে ব্যথা কমে যাবে। দীর্ঘস্থায়ী বাতের ব্যথা দূর করতে দারুচিনির গুঁড়া টনিকের মতো কাজ করে। এজন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে আধা চামচ দারুচিনির গুড়া মিশিয়ে পান করুন।

৪. অ্যাসিডিটি বা অন্য কোনও কারণে পাকস্থলীতে ব্যথা হলে গরম পানির সঙ্গে মধু ও তার অর্ধেক পরিমাণ দারুচিনি মিশিয়ে পান করুন। এতে উপকার পাবেন।

৫. গলা ব্যথা দূর করতে দারুচিনি বেশ কার্যকরী। এজন্য এক গ্লাস হালকা গরম দুধে এক চা চামচ মধু আর সামান্য দারুচিনির গুঁড়া মিশিয়ে পান করুন। কয়েকবার খেলে গলা ব্যথা কমে যাবে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...