জেনে নিন, বিরোধী দলীয় নেতার সুযোগ-সুবিধা

পিবিএ ডেস্ক: জাতীয় সংসদে সংসদ নেতার পাশাপাশি একজন বিরোধীদলীয় নেতা থাকেন। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন সংসদ নেতা। আর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সংসদে বিরোধীদলীয় নেতা অথবা সেই দল থেকে যাকে মনোনীত করা হয় তিনি হন বিরোধী দলীয় নেতা।

সংসদে বিরোধীদলীয় নেতা মন্ত্রীর পদমর্যাদা ছাড়াও আরো বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। রওশন বিরোধীদলীয় নেতা হিসাবে সেসব সুযোগ-সুবিধা পাবেন।

সংসদে স্পিকারের ডান পাশে ১ নম্বর আসনটিতে বসেন সংসদ নেতা। আর সংসদ নেতার ঠিক বিপরীতমুখে ওই সারির ২৯ নম্বর আসনে বসেন বিরোধী দলীয় নেতা। বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা পান।

সংসদে বিরোধী দলীয় নেতার একটি অফিস রয়েছে। সেখানে অফিস স্টাফ থেকে শুরু করে সব ধরনের সরকারি সুবিধা পান তিনি। বিরোধী দলীয় নেতার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আইন দ্বারা নির্ধারিত। একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন পান ১ লাখ ৫ হাজার টাকা। বিরোধী দলীয় নেতাও অনুরূপ বেতন-ভাতা পেয়ে থাকেন। মন্ত্রীদের বেতনের টাকা করমুক্ত। এ ছাড়া একজন মন্ত্রী মাসিক ১০ হাজার টাকা ভাতা পান।

মন্ত্রীদের মতো বিরোধী দলীয় নেতাও সরকারি বাসা পেয়ে থাকেন। সেই বাসার যাবতীয় খরচ সরকারিভাবে বহন করা হয়। দেশের ভেতরে আকশ পথ, ট্রেন ও লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে বিরোধী দলীয় নেতা বিশেষ সুবিধা পান। প্লেনে ভ্রমণের জন্য তিনি বাৎসরিক ৮ লাখ টাকা পেয়ে থাকেন।

মন্ত্রীদের মতো বিরোধী দলীয় নেতাও উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব বা জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এ ছাড়া দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আর্দালি, দুজন এমএলএসএস ও একজন পাচক পান বিরোধী দলীয় নেতা।

বিরোধী দলীয় নেতার অন্য আর একটি বড় সুবিধা তিনি সংসদে প্রতিটি অধিবেশন শেষ হওয়ার আগে সংসদ নেতার বক্তৃতার পূর্বে ভাষণ দিতে পারেন। সেই ভাষণে সরকারের বিভিন্ন ভুলত্রুটি তুলে ধরার সুযোগ পান বিরোধী দলীয় নেতা। তাছাড়া সংসদে বিরোধী দলীয় এমপিদের নেতৃত্ব থাকে তার হাতে।

সবকিছু ছাপিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ হলো—বিদেশি অতিথি এলে প্রোটকল অনুযায়ী সংসদ নেতার সঙ্গে দেখা করার পর বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অর্থাৎ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান বাংলাদেশে এলে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও গত দশম সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ খুব সংখ্যক বিদেশি অতিথির সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হয়েছেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...