জেনে নিন বিশ্বকাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সময়সূচি

পিবিএ ডেস্ক: আর মাত্র সাত দিন বাকি। এর পরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। এ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন ইংলিশরা। পঞ্চমবারের মতো ক্রিকেটের শোপিস ইভেন্ট আয়োজন করতে যাচ্ছেন তারা। বিশ্বকাপ ইতিহাসে এ নজির আর কারও নেই।

জেনে নিন বিশ্বকাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সময়সূচি

এবারের আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ক্রিকেটের এ বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ১০ দেশ। প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে। লিগপর্বে সেরা চার দল খেলবে সেমিফাইনাল। প্রতিটি সেমির জন্য রয়েছে রিজার্ভ ডে।

আগামী ১৪ জুলাই শেষ চারের সেরা দুদল ফাইনালে শিরোপার জন্য লড়বে। ফাইনালি লড়াইয়ের জন্যও রয়েছে রিজার্ভ ডে। সব মিলিয়ে ৪৮টি ম্যাচ হবে ৪৬ দিনের টুর্নামেন্টে। এর আগে ১৯৯২ বিশ্বকাপে এ ফরম্যাটে খেলা হয়।

ইতিমধ্যে বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন, প্রতিপক্ষ সেই প্রোটিয়ারা। টাইগারদের ম্যাচের সময় বোল্ড করে দেখানো হয়েছে।

 

তারিখ বাংলাদেশ সময় ম্যাচ ভেন্যু
৩০ মে বিকাল সাড়ে ৩টা ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল
৩১ মে বিকাল সাড়ে ৩টা উইন্ডিজ-পাকিস্তান নটিংহাম
১ জুন বিকাল সাড়ে ৩টা নিউজিল্যান্ড-শ্রীলংকা কার্ডিফ
১ জুন সন্ধ্যা সাড়ে ৬টা আফগানিস্তান-অস্ট্রেলিয়া ব্রিস্টল (দি/রা)
২ জুন বিকাল সাড়ে ৩টা বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওভাল
৩ জুন বিকাল সাড়ে ৩টা ইংল্যান্ড- পাকিস্তান নটিংহাম
৪ জুন বিকাল সাড়ে ৩টা আফগানিস্তান-শ্রীলংকা কার্ডিফ
৫ জুন বিকাল সাড়ে ৩টা ভারত-দক্ষিণ আফ্রিকা সাউদাম্পটন
৫ জুন সন্ধ্যা সাড়ে ৬টা বাংলাদেশ-নিউজিল্যান্ড ওভাল (দি/রা)
৬ জুন বিকাল সাড়ে ৩টা অস্ট্রেলিয়া-উইন্ডিজ নটিংহাম
৭ জুন বিকাল সাড়ে ৩টা পাকিস্তান-শ্রীলংকা ব্রিস্টল
৮ জুন বিকাল সাড়ে ৩টা বাংলাদেশ-ইংল্যান্ড কার্ডিফ
৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টা আফগানিস্তান-নিউজিল্যান্ড টন্টন (দি/রা)
৯ জুন বিকাল সাড়ে ৩টা ভারত-অস্ট্রেলিয়া ওভাল
১০ জুন বিকাল সাড়ে ৩টা দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ সাউদাম্পটন
১১ জুন বিকাল সাড়ে ৩টা বাংলাদেশ-শ্রীলংকা ব্রিস্টল
১২ জুন বিকাল সাড়ে ৩টা অস্ট্রেলিয়া-পাকিস্তান টন্টন
১৩ জুন বিকাল সাড়ে ৩টা ভারত-নিউজিল্যান্ড নটিংহাম
১৪ জুন বিকাল সাড়ে ৩টা ইংল্যান্ড-উইন্ডিজ সাউদাম্পটন
১৫ জুন বিকাল সাড়ে ৩টা দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান কার্ডিফ (দি/রা)
১৬ জুন বিকাল সাড়ে ৩টা ভারত-পাকিস্তান ওল্ড ট্র্যাফোর্ড
১৭ জুন বিকাল সাড়ে ৩টা বাংলাদেশ-উইন্ডিজ টন্টন
১৮ জুন বিকাল সাড়ে ৩টা ইংল্যান্ড-আফগানিস্তান ওল্ড ট্র্যাফোর্ড
১৯ জুন বিকাল সাড়ে ৩টা নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এজবাস্টন
২০ জুন বিকাল সাড়ে ৩টা বাংলাদেশ-অস্ট্রেলিয়া নটিংহাম
২১ জুন বিকেল সাড়ে ৩টা ইংল্যান্ড-শ্রীলংকা হেডিংলি
২২ জুন বিকাল সাড়ে ৩টা ভারত-আফগানিস্তান সাউদাম্পটন
২২ জুন সন্ধ্যে সাড়ে ৩টা উইন্ডিজ-নিউজিল্যান্ড ওল্ড ট্র্যাফোর্ড (দি/রা)
২৩ জুন বিকাল সাড়ে ৩টা পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা লর্ডস
২৪ জুন বিকাল সাড়ে ৩টা বাংলাদেশ-আফগানিস্তান সাউদাম্পটন
২৫ জুন বিকাল সাড়ে ৩টা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস
২৬ জুন বিকাল সাড়ে ৩টা নিউজিল্যান্ড-পাকিস্তান এজবাস্টন
২৭ জুন বিকাল সাড়ে ৩টা উইন্ডিজ-ভারত ওল্ড ট্র্যাফোর্ড
২৮ জুন বিকাল সাড়ে ৩টা শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ডারহাম
২৯ জুন ২৯ জুন বিকাল সাড়ে ৬টা

বিকাল সাড়ে ৩টা

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

পাকিস্তান-আফগানিস্তান

লর্ডস (দি/রা)

লিডস

৩০ জুন বিকাল সাড়ে ৩টা ভারত-ইংল্যান্ড এজবাস্টন
১ জুলাই বিকাল সাড়ে ৩টা শ্রীলংকা-উইন্ডিজ ডারহাম
২ জুলাই বিকাল সাড়ে ৩টা বাংলাদেশ-ভারত এজবাস্টন
৩ জুলাই বিকাল সাড়ে ৩টা ইংল্যান্ড-নিউজিল্যান্ড ডারহাম
৪ জুলাই বিকাল সাড়ে ৩টা আফগানিস্তান-উইন্ডিজ হেডিংলি
৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৩টা বাংলাদেশ-পাকিস্তান লর্ডস
৬ জুলাই বিকাল সাড়ে ৩টা শ্রীলংকা-ভারত হেডিংলি
৬ জুলাই বিকাল সাড়ে ৬টা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওল্ড ট্র্যাফোর্ড (দি/রা)
৯ জুলাই বিকাল সাড়ে ৩টা প্রথম সেমিফাইনাল (১-৪) ওল্ড ট্র্যাফোর্ড
১০ জুলাই বিকাল সাড়ে ৩টা রিজার্ভ ডে ওল্ড ট্র্যাফোর্ড
১১ জুলাই বিকাল সাড়ে ৩টা দ্বিতীয় সেমিফাইনাল এজবাস্টন
১২ জুলাই বিকাল সাড়ে ৩টা রিজার্ভ ডে এজবাস্টন
১৪ জুলাই বিকাল সাড়ে ৩টা ফাইনাল লর্ডস
১৫ জুলাই বিকাল সাড়ে ৩টা রিজার্ভ ডে লর্ডস
পিবিএ/আরআই

আরও পড়ুন...