জেনে নিন ভারতে ভাইরাল হওয়া এই ছবিটির আসল সত্যি!

 

পিবিএ ডেস্ক: ভারতে NRC, CAA-নিয়ে বিতর্ক চলাকালীন সময়ে ভাইরাল হয় এই ছবিটি। ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়, ভারতের কোনও ডিটেনশন ক্যাম্পে এই ভাবেই চলছে শিশুকে স্তনপান করানোর চেষ্টা।

ফেসবুকে কমেন্ট ও পরে এই নিয়ে একজন লেখেন, স্বামী ও স্ত্রী দুজনেই বাংলাদেশী, স্ত্রী মুসলিম তাই NRC-এর কারণে ডিটেনশন ক্যাম্পে দিন কাটাচ্ছে। আর স্বামী হিন্দু, তাই CAA-তে ছাড় পেয়েছে। কিন্তু সময় মতো ক্যাম্পের বাইরে থেকেই সন্তানকে স্তনপান করাচ্ছেন মা-বাবা।

কিন্তু পরে দেখা যায়, এটা আদৌ সাম্প্রতিক কোনও ছবি নয়। ছবিটি সাত বছর আগে ২০১৩ সালের ১১ মার্চ আর্জেন্টিনায় তোলা। আর্জেন্টিনায় বস্তি এলাকায় অবৈধ ভাবে বসবাসকারীদের পুলিস এই ভাবে আলাদা করেছিল। এটা তারই একটি ছবি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...