পিবিএ ডেস্ক: লবণ খাওয়া ছাড়া আরও নানা কাজে লাগে, তাই বলে রূপচর্চায়? শুনতে অবাক মনে হলেও রূপচর্চায় লবণ দারুণ কার্যকরী। পিবিএ‘র পাঠকদের জন্য লবণের ব্যবহার তুলে ধরা হল।
১. লবণ ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তুলতে পারে। এছাড়া এটি ত্বককে টানটান করতেও সহায়তা করে। এ জন্য লবণ দিয়ে ত্বকে স্ক্রাবিং করতে হবে।
২. লবণ দারুণ ব্যাকটেরিয়ানাশক। ত্বকে লবণ ব্যবহার করলে ব্যাকটেরিয়া জন্মাতে পারেনা।
৩. লবণ ব্রণ দূর করতে সহায়তা করে।
৪. প্রাকৃতিক ক্লিনজার হিসেবে লবণ দারুণ কাজ করে। এটি ত্বককে ভেতর থেকে পরিস্কার করে। এছাড়া লবণ ত্বকের তেলের মাত্রা ভারসাম্য রাখতেও সহায়তা করে।
৫. লবণ ত্বক থেকে দূষিত উপাদান শুষে নিয়ে আর্দ্রতা ও পুষ্টি ফিরিয়ে দেয়। লবণ থেকে প্রাপ্ত নানা মিনারেল যেমন ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ত্বকে আর্দ্রতা সঞ্চার করে ও ত্বক টানটান রাখে।
পিবিএ/এফএস