পিবিএ ডেস্ক: ভারতের লোকসভায় দ্বিতীয়বারের মতো হিন্দুত্ববাদের জয়জয়কারের নির্বাচনে কেমন ফল করল মুসলমান প্রার্থীরা? আর জনসংখ্যার অনুপাতেই সেটা কত শতাংশ?
ভারতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা সরকারি আদমশুমারির তথ্য অনুযায়ী ১৪ শতাংশের মতো। বিশ্বের তৃতীয় বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর বাস এই ভারতে। তবে পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব নেহাতই নগণ্য।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত ১৭তম লোকসভা নির্বাচনে মোট ২৭ জন মুসলিম বিজয়ী হয়েছেন যা ৫৪২ আসনের লোকসভার ৫ শতাংশেরও কম।
এর মধ্যে দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকেই জিতেছেন ১২ জন। অবশ্য গতবারের তুলনায় এবারের লোকসভায় মুসলিম প্রতিনিধিত্ব বেড়েছে চারজন।
পিবিএ/হক