পিবিএ ডেস্ক : জেলি ফিশের উপদ্রবের কারণে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডউপকূলের সমুদ্রে পর্যটকদের গোসলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলি ফিশের দংশনে এ পর্যন্তও সেখানে প্রায় দুই হাজারেরও বেশি পর্যটক আহত হয়েছেন খবর প্রকাশ করেছে এনডিটিভি।
কুইন্সল্যান্ডের সার্ফ লাইফ সেভিং দফতর সূত্রে জানা গেছে, জেলি ফিশের আক্রমনে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০ জন পর্যটক আহত হয়েছেন। তারা চিকিৎসা গ্রহণ করছেন।
বিবিসি জানায়, কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট এবং সানসাইন কোস্টে জেলি ফিশের ওই আক্রমনের ঘটনা ঘটেছে। ওই সমূদ্রে মূলত ব্লুবোটল জেলিফিশের আবাস রয়েছে। এদের দংশনে খুব ব্যথা হলেও প্রাণঘাতী নয়। এই দুই উপকূলের সন্নিকট সাগরেই এই প্রজাতির জেলি ফিশের বিশাল জমায়েত রয়েছে। এই জেলি ফিশের দৈর্ঘ্য প্রায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এরা পানির নীচে এবং সৈকতে বালিতেও ঘামটি মেরে থেকে মানুষকে দংশন করে থাকে।
পিবিএ/জিজি