পিবিএ ,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া: গত ৩১ডিসেম্বর রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের রামপুর গ্রামে দু্ই পক্ষের পূর্ব শক্রতার জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি ।
ওই দিন প্রতিপক্ষের আঘাতে বরজু মিয়া ৮৫ রফিজা বেগম (২৫) নিহত হয়। মূমূর্ষ অবস্থায় আহত ৪ জনকে বিভিন্ন
হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছিল।
গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোঃ আজহার উদ্দিনের বলেন, দুই গ্রুপের মাঝে র্দীঘদিন
ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় গোষ্ঠীগত দ্বন্দের কারণে এই খুনের ঘটনা ঘটেছে।
নাসিরনগর থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার বলেন, আমরা এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি। মনে হচ্ছে থানায় মামলা করলে তাদের ইচ্ছেমত আসামী করতে পারবেনা তাই আদালতে তাদের ইচ্ছেমত আসামী দিয়ে মামলা করতে পারে।
ঘটনার দিন বরজু মিয়া গ্রামের পূর্বদিকে মাঠে বীজতলা কাজ করছিল।এ সময় তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে বল্টু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মেরাজ মিয়ার লোকজনের বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় রফিজা বাধা দিলে দুর্বৃত্তদের ধারালো পলের আঘাতে দরবেশ মেম্বারের মেয়ে রফিজা বেগম নিহত হয়। খবর পেয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পিবিএ/জেডআই