জোড় ধাক্কা খেল রোনালদোর চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন

ronaldo

পিবিএ ডেস্ক : জোড় ধাক্কা খেল ক্রিশ্চিয়ানো রোনালদোর চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন। গতকাল বুধবার গভীর রাতে শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়ে দিল জুভেন্টাসকে। অনেকদিন পর স্প্যানিশ ক্যাপিটালে ফিরলেন রোনারদো। যেখানে রিয়াল মাদ্রিদের জার্সিতে অনেক সাফল্য এসেছে তার ঝুলিতে। কিন্তু এবার শেষ বাঁশি বাজার পর উৎসব করতে দেখা গেল রোনালদোর প্রতিপক্ষকে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোল করলেন হোসে জিমেনেজ ও দিয়েগো গডিন। দু’গোলে জিতে কোয়ার্টার ফাইনালের দিকে কিছুটা এগিয়ে থাকল মাদ্রিদ। যদিও অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেন, ‘আমরা এখনও পৌঁছইনি। আরও একটি ম্যাচ আমাদের খেলতে হবে এবং আমরা জানি আমাদের সমস্যায় পড়তে হবে।’

জুভেন্টাস কোচ মাসিমিলানো অ্যালেগ্রি বলেন, ‘সৌভাগ্যবশত আমরা তৃতীয় গোল হজম করিনি। কারণ ২-০ ফল যে কোনও সময় ঘুরিয়ে দেওয়া যায়। আমাদের আশা এখনও মরে যায়নি।’

তবে ম্যাচ বলছে, যোগ্য দল হিসেবেই জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যান্তোনিও গ্রিজম্যান ক্রসবারে বল মারেন। ভারের সাহায্য নিয়ে দু’বার সঠিক সিদ্ধান্তে উপনিত হন রেফারিরা। যা জুভেন্টাসের পক্ষে যায়। দিয়েগো কস্তাকে ফাউলের জন্য একবার পেনাল্টি বাতিল ও একবার আলভারো মোরাতার হেড ঠিক জিমেনিজের গোলের আগে।

ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে থাকলেও এদিন স্বমহিমায় ছিলেন না। যার ফল ভুগতে হল দলকে। গোলের দেখাই পেল না জুভেন্টাস। অ্যাওয়ে গোল তুলে নিতে পারলে ঘরের মাঠে অনেকটাই আত্মবিশ্বাসের সঙ্গে নামতে পারত তারা।

পিবিএ/জিজি

আরও পড়ুন...