জ্যাকি শ্রফের মেয়ের চুম্বনের ছবি ভাইরাল!

kiss

পিবিএ, ঢাকা : বোল্ড ফটোশুটে এর আগেই নজরে পড়েছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। এবার তাকে খুব ঘনিষ্ঠ অবস্থায় বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা গেল। কৃষ্ণা যদিও সরাসরি স্বীকার করেননি ইনি তার বয়ফ্রেন্ড কি না।কৃষ্ণার সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে পরশ নাওয়াল নামে এই তরুণ লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে বিউটিফুল’। শুধুমাত্র বন্ধু হলে কি এতটা ঘনিষ্ঠ হওয়া সম্ভব, বলেউড মহলে গুঞ্জন এমনটাই।

কৃষ্ণা পাশে থাকলে সবকিছুই সুন্দর হয়ে ওঠে, এমনটাই লিখেছিলেন এই পরশ। কৃষ্ণা শ্রফ এর আগে ব্রাজিলিয়ান বয়ফ্রেন্ড স্পেন্সার জনসনের সঙ্গে ওপেন রিলেশনশিপে ছিলেন। সোশ্যাল মিডিয়া প্রায়ই প্রেমিকের সঙ্গে খোশমেজাজে দেখা যেত কৃষ্ণাকে। পরবর্তীতে বন্ধুত্ব হয় পরশের সঙ্গে। কৃষ্ণার সঙ্গে জন্মদিনে থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি। সেখানে একটি রিসোর্টেও দু’জনের ঘনিষ্ঠ ছবি পোস্ট হয়েছে।

বলিউড সূত্রে খবর, মডেল ও ফিটনেস ট্রেনার পরশের সঙ্গে ফিটনেস ফ্রিক কৃষ্ণার সম্পর্কের রসায়নটাও চমৎকার। টাইগার শ্রফের সঙ্গেও পরশের সম্পর্ক অত্যন্ত ভাল। কিন্তু কৃষ্ণা বা শ্রফ পরিবারের কেউই এই বিষয়ে নিয়ে কিছু শেয়ার করেননি কখনও। সম্প্রতি থাইল্যান্ডের বিচে পরশকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার একটি ছবি পোস্ট করেছেন কৃষ্ণা। সমু্দ্র দেখলেই নাকি স্থির থাকতে পারেন না কৃষ্ণা।

Krishna

অভিনয় করবেন, নাকি ক্যামেরার পিছনেই তিনি স্বচ্ছন্দ তা কখনওই খোলসা করেননি কৃষ্ণা। একের পর এক বোল্ড ফটোশুটে কৃষ্ণাকে দেখে বলিউডের বেশ কয়েকজন পরিচালক নাকি সম্প্রতি জ্যাকিকে অনুরোধ করেছেন মেয়েকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসার। কৃষ্ণাকে নাকি শারীরিক ফিটনেস বজায় রাখার পরামর্শ দেন তার প্রিয়জন পরশই। বলিউডে অভিষেক করতে হলে সবার আগে যে ফিট থাকতে হবে পরশের ‘বিউটিফুল’-কে।

পিবিএ/এমএস/জিজি

আরও পড়ুন...