চলতি বছরেই বাংলাদেশের মাটিতে গড়াবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ। আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতির সারতে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
শনিবার (১৬ মার্চ) মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে অস্ট্রেলিয়া নারী দলের একটি অংশ। এই সিরিজে সফরকারীরা তিনটি করে ওয়ানডে এবং টি-২০ খেলবে।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ আসর। সে কারণে টাইগ্রেসদের বিপক্ষে এই সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার আসন্ন এই ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
এছাড়া ওয়ানডে শেষেই তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে ৩১ মার্চ থেকে। পরবর্তী দুই টি-২০ হবে ২ ও ৪ এপ্রিল। টি-২০ ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।
জানা গেছে, ওয়ানডে ও টি-২০ সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজা।