আবুবকর সিদ্দিক,জয়পুরহাট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ৭ টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুস্পস্তবক অর্পন করেন জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, জয়পুরহাট প্রেসক্লাব সহ বিভিন্ন সহোযোগী সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন গুলো।
পরে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সামসুল আরম দুদু এমপি, সাধারন সম্পাদক এস,এম, সোলায়মান আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, শেখর মজুমদার সহ আওমীলীগের নেতা ও অংগ সংগঠনের নেতা ও কর্মীরা।
পিবিএ/এসডি