পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাটে র্যাবের অভিযানে পাচবিবির রঘুনাথপুর এলাকা হতে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ মনির হোসেন নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র্যাব জেলার পাচবিবি উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানার আউচপাড়া এলাকার আঃ বারেকের পুত্র মনির হোসেন(২৭) কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ১শ ৮৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সীম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উপর্যুক্ত ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পিবিএ/আবুবকর সিদ্দিক/এসডি