জয়পুরহাটে বাস খাদে পড়ে ৮ জন নিহত

PBA_12-04-19-_Road acedent

পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাটে একটি বাস উল্টে খাদে পড়ে ৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। শুক্রবার(১২ এপ্রিল) দুপুরে বগুড়া জয়পুরহাট সড়কের কমরগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে নাম তার শেফালী গ্রাম কাদিপুর জয়পুরহাট সদর।

পুলিশ জানায়,বগুড়া থেকে জয়পুরহাট গামী আরকেএম নামের একটি বাস জয়পুরহাটের কমরগ্রাম এলাকায় আসলে বাসটির টায়ার রড ভেংগে খাদে পড়ে যায়। ঘটঁনাস্থলেই ৫ নারী ৩ শিশু নিহত হয়। এতে আহত হয় আরও ২২ জন। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের জরুরী এম্বুলেন্সে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। তার মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

পিবিএ/এফএস

আরও পড়ুন...