আবুবকর সিদ্দিক,জয়পুরহাট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে মোহাম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী। ইউনিয়ন সভাপতি ও মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলালীগ সভাপতি ফারহানা রহমান বিথী, জেলা আ’লীগের সদস্য আজিজার রহমান, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুজন কুমার মন্ডল, ইউপি সহ-সভাপতি সুলতান মাষ্টার ও করমত ব্যাপারী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরকার, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী পান্না, সাবেক ছাত্রনেতা মাহফুজার রহমান ডবলুসহ অত্র ইউনিয়নের আ’লীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে সকল শহীদদের আত্মার মাগফেতার কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পিবিএ/এসডি