জয়পুরহাটে ১৮ জন মাদক সেবীকে আটক

পিবিএ, জয়পুরহাট: জয়পুরহাটে ১৮ জন মাদক সেবী ও মাদক ব্যাবসায়ীকে বিভিন্ন এলাকা থেকে আটক করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। আজ মংগলবার ভোরে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নওগা জেলার মোং জুয়েল সদর থানার বেলআমলা আদর্শপাড়া নিশির মোড় বামনকুন্ডা ঘাসুরিয়া খন্জনপুর চকগোপাল নতুন হাট শেখ পাড়া, এলাকা থেকে মোং সাহেব হোসেন শ্রী অতিশ চন্দ্র লিমন অনিক আতিকুর রহমান সাব্বির সুজন রাকিব হোসেন.মাজেদ সরকার কে গাজা ইয়াবা টেবলেট সহ মোট ১১ জন মাদকসেবী ও ব্যবসায়ী কে আটক করেছে। বাকী ৭ জন বিভিন্ন মামলার আসামী।

পিবিএ/জেএ/বিএইচ

আরও পড়ুন...