জয়পুরহাটে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

পিবিএ,জয়পুরহাট: মিনি ট্রাকে বিশেষ কায়দায় বহন করার সময় শনিবার ভোর রাতে জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদিঘীর মোড় থেকে ৫০ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর আভিযানিক দল। আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার চাঁনসার গ্রামের মৃত সামসুল হকের ছেলে সাইফুল ইসলাম এবং পাঁইকোঠা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে শিপন মিয়া। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান,আটককৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। মিনি ট্রাকে টাঙ্গাইল থেকে তারা গাঁজা নিয়ে জয়পুরহাটে আসছিলেন এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব এর আভিযানিক দল আজ ভোর রাতে তাদের জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদিঘীর মোড় থেকে আটক করে। পরে মিনি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
পিবিএ/আবুবকর সিদ্দিক/এসডি

আরও পড়ুন...