পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাট-মোকামতলা, জয়পুরহাট-আক্কেলপুর-দুপচাঁচিয়া, জয়পুরহাট-বাইপাস-হিলি, সহ অন্যান্য সড়ক গুলো অবিলম্বে জরুরী ভিত্তিতে সংস্কারের দাবীতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জয়পুরহাট জেলা পরিবহন মালিক গ্রুপ ও মটর শ্রমিক ইউনিয়ন। রবিবার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
বক্তারা আগামী ১০ জুলাইয়ের মধ্যে সড়কগুলো সংস্কার না করলে ১১ জুলাই থেকে প্রতিকী অনশনের মাধ্যমে সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট করার হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান লিটন, ট্রাক ট্রাংলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মোশারফ সহ জয়পুরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি, জেলা ট্রাক ট্রাংলড়ি মালিক সমিতি, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ট্রাংলড়ি শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
পিবিএ/জেএ/বিএইচ