জয়পুরহাট শান্তি নগর থিয়েটারের ৩০ বছর পূর্তি


পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাট শান্তি নগর থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে ৭দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব এর অয়োজন করেছে। বৃহষ্পতিবার শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দনে ওই নাট্যোৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তি নগর থিয়েটারের সভাপতি মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোঃ রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী প্রমূখ। গতকাল বৃহষ্পতিবার উদ্বোধনী দিনে জাপান বাজনাবিট মিউজিক্যাল থিয়েটার ”জাপানী কালচারাল স্পেশাল পারফরমেন্স” নাটক ও ভারতের গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থা ”ধনপতি উপখ্যান” নাটক মঞ্চস্থ করে।

এছাড়া ১৫ মার্চ রংপুর নাট্যকেন্দ্র ”কানাই চাঁদের নন্দিনী”, ১৬মার্চ রাজশাহী অনুশীলন নাট্যদল ”বুদেরামের কুপে পড়া”, ১৮মার্চ ভারতের কোলকাতা মার্গন ”নারী নছিমন”, ১৯মার্চ সিলেট মনিপুরি থিয়েটার ”কহে বীরাঙ্গনা” ঢাকার প্রাঙ্গণেমোর ”আওরঙ্গজেব’ ২১ মার্চ জয়পুরহাট শান্তিনগর থিয়েটার ”ইতি পত্রমিতা এবং বগুড়া থিয়েটার ”দ্রোহ” নাটক মঞ্চস্থ করবে।

পিবিএ/এএস/এমএসএম

আরও পড়ুন...