জয়পুরহাট জনপ্রিয় হচ্ছে ভাদশা ইউনিয়নের দুর্গাদহ কলাহাট

আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি: উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলায় চলতি বছরে এবার কলার বাম্পার ফলন হয়েছে। সুনাম ও চাহিদায় থাকায় জয়পুরহাট সদওে বেশ জনপ্রিয় হচ্ছে ভাদশা ইউনিয়নের দুর্গাদহ কলা হাট । দাম ভালো পাওয়ায় গত বছরের তুলনায় কলা চাষে আবার মনযোগ দিয়েছে কলা চাষীরা । বার বার লোকসান গোনায় জয়পুরহাট থেকে কলা চাষে নিরুৎসাহিত হয়েছিল কৃষকরা, ফলে চাষাবাদ না হওয়ায় হওয়াই লক্ষ্যমাত্রা কমে গিয়েছিল । আবার ফিরে পেয়েছে পুর্বের সুনাম।

ভাদশা দুর্গাদহ কলার হাট, এখানে জয়পুরহাট জেলা ছাড়াও দিনাজপুর, নওগাঁর কলা চাষীরা এই হাটে কলা নিয়ে আসে বিক্রির জন্য। প্রতিদিন ঢাকা, সহ দেশের বিভিন্ন স্থানথেকে আসে ব্যাবসায়ীরাও বিক্রেতারা।

তবে দুর্গাদহ হাটে জায়গার সংকট ও খাজনা বেশী আদায়ের অভিযোগ ব্যোবসায়ী ও বিক্রেতাদের।

জয়পুরহাটে এবার কলা চাষ হয়েছে ৬৫৫ হেক্টর জমিতে, সদরের ভাদশা, আক্কেলপুরের জামালগনজ ও পাচবিবি উপজেলায় কলার চাষ বেশী হয়ে থাকে।

প্রতি দিন ২৫ থেকে ৩০ ট্রাক কলা দুর্গাদহ হাট থেকে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয় বলে জানালেন স্থানীয় ভাদসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন। তিনি জানালেন যে, হাটটি অবিলম্বেই সম্প্রসারন করা হবে, যাতে কওে কৃষকরা ও পাইকড়রা কোন অসুব্ধিা ভোগ না কর্

বিগত বছরের চেয়ে এবার ভালো ফলন হওয়ায় প্রযুক্তিগত সহযোগীতা করে আসছে কলা চাষীদের জানালেন কৃষি জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন জানান

কলা চাষ অত্যৗল্প লাভ জনক ফসল এই জন্য আমরা নিয়মিত কৃষকদেও পরামর্শ দেই ডেন বেশী বেশী কলা চাষ করে। সার ও কীট নাশক ঔষধ এবং সহজ শর্তে ব্যাংক রিন দেয়া হলে কলা চাষ আরও বাড়বে বলে জানালেন বিশেজ্ঞরা।

আরও পড়ুন...