জয়ার ছবি পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

পিবিএ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবি ‘বিসর্জন’ এর পর এবার ‘এক যে ছিল রাজা’ ছিবিটি পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুক্রবার প্রকাশিত হয়েছে ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা। এতে ভারতের সেরা ছবি হিসেবে পুরস্কার পেয়েছে ‘আন্ধাধুন’। আর সেরা আঞ্চলিক ছবি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জয়া আহসান অভিনীত এবং সৃজিত মুখার্জী পরিচালিত ছবি ‘এক যে ছিল রাজা’র।

আবারও পুরস্কার অর্জন করে উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি ফেইসবুকে ‘এক যে ছিল রাজা’র কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, দুটি কারণে এটি তার কাছে এক বিরাট আনন্দের খবর হয়ে এসেছে। বিষয়টি খোলাসা করে জয়া বলেন, প্রথমত: ২০১৭ সালে সেরা আঞ্চলিক ভাষার সিনেমা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি ‘বিসর্জন’। সে ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ বছরের পুরস্কৃত ছবি ‘এক যে ছিল রাজা’-তেও তিনিই অভিনয় করেছেন।

দ্বিতীয় আনন্দের বিষয় হল, এ ছবির প্রেক্ষাপট বাংলাদেশের ভাওয়াল অঞ্চল। গবেষক দলের অংশ হিসেবে ছবিটিতে ভাওয়ালের স্থানীয় বাংলা উচ্চারণের ভঙ্গিমা নিয়ে আসার কাজে ছিলেন জয়া। কাকতালীয়ভাবে দুটি ছবির প্রেক্ষাপটই বাংলাদেশ। আর এটিই জয়ার কাছে সবচেয়ে আনন্দের। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করেছেন নির্মাতা সৃজিত মুখার্জী। গতবছর দুর্গাপূজায় ছবিটি মুক্তি পায় ভারতে। ভাওয়াল রাজার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন জয়া।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...