পিবিএ স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় জয়ের ধারা বজায় রেখেছে চিলি। ইকুয়েডরকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার ২-১ গোলে ইকুয়েডরকে হারায় চিলি। কোপা আমেরিকার গ্রুপ ‘সি’ এর ম্যাচে ব্রাজিলের সালভাদরে ফোন্তে নোভা এরেনায় মুখোমুখি হয় দুদল। মাঠে নেমেই আধিপত্য বিস্তার করে চিলি। ফলে খেলার ৮ মিনিটের মাথায় গোল করে বসে চিলি। গোলটি করেন জস পেড্রো ফুয়েনজিলিডা। ২৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল পরিশোধ করে ইকুয়েডর। সবশেষ ৫১ মিনিটে চিলির হয়ে জয় সূচক গোলটি করেন এলেক্স সানচেজ। এর আগে এশিয়ান জায়ান্ট জাপানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় চিলি। ফলে দুই জয়ে টেবিলের প্রথম স্থানে আছে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। অপরদিকে দুই পরাজয়ে শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে ইকুয়েডর। কোপা আমেরিকায় মাত্র একবারই চিলিকে হারায় ইকুয়েডর। আর ড্র হয় মাত্র একটি ম্যাচে। বাকি সব ম্যাচেই জয় পায় চিলি।
পিবিএ/বাখ