পিবিএ,ঢাকা: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নামবে মাশরাফী বিন মোর্ত্তজাবাহিনী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডনের কেনিংটন ওভালে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটিতে জিতে ঈদ উপলক্ষে দেশবাসীকে আরো একবার আনন্দে ভাসানোই লক্ষ্য থাকবে টাইগারদের।
একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। জয় পাওয়া এই একাদশ নিয়েই একই ভেন্যুতে নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে তারা। একই ভেন্যুতে খেলা হলেও নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটি হবে ভিন্ন উইকেটে। তবে উইকেট বেশি পেস সহায়ক হবে না বলে ধারণা করা হচ্ছে। তাই চার পেসার খেলানোর পরিকল্পনা নেই। তাই একাদশেও পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
পিবিএ/আরআই