‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে অতীতের অপকর্ম ঢাকা যায়না

কোনো দুর্নীতিবাজ ও অপরাধীকে সঙ্গে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

পিবিএ,ঢাকা: কোনো দুর্নীতিবাজ ও অপরাধীকে সঙ্গে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ১৪ দল আয়োজিত ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অংশ নেন-আলোচনায় অংশ নেন- প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের নেতা ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, জাতীয় পার্টির মহাসচিব ও পরিবহন সেক্টরের নেতা মশিউর রহমান রাঙা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা, বিআরটিএ-এর চেয়ারম্যান মশিউর রহমান, বিআরটিসি-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আমাদের নতুন সময় এর সম্পাদক নাঈমুল ইসলাম খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, পরিবহন মালিক সমিতির নেতা এনায়েত উল্ল্যাহ খানসহ বিভিন্ন সেক্টরের ব্যক্তিবর্গ।

গোলটেবিল বৈঠকের অপর আলোচক বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুর হুদার বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘‘নাজমুল হুদা সাহেব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটিতে সকলকে রাখার কথা বলেছেন। কিন্তু আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলতে চাই, কোনো দুর্নীতিবাজ, কোনো অপরাধীকে নিয়ে এটা উদযাপন করা হবে না। অপরাধী যারা জেলে আছে, তারা যদি নিজেদের সংশোধন করতে পারে তাহলে রাজনীতির মূলধারায় ফিরে আসতে পারে। তার আগে নয়।’’

‘দেশের সবাই এখন আওয়ামী লীগ’ মোহাম্মদ নাসিমের এই বক্তব্যের প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘‘পুরো বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগের আদর্শ ধারণ করুক এটা আমরাও চাই। কিন্তু মনে রাখতে হবে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতীতের অপকর্ম ঢাকা যাবে না।’’

নিরাপদ সড়কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে একটা সড়ক দুর্ঘটনা হলে সবাই শুধু বর্তমান নিয়েই কথা বলেন, কিন্তু কিভাবে আজকের অবস্থার সৃষ্টি হয়েছে এটা কেউ বলেন না। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের সব সেক্টর ধ্বংস করে দেয়া হয়। সেই দুর্বৃত্তায়ন চলেছে বহু বছর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে ক্ষত সারানোর কাজ শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার দল রাষ্ট্রক্ষমতায় বলে এখন দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হচ্ছে। বিএনপি আমলে ধীরে ধীরে বিআরটিসিকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে, যা থেকে তা এখনও বেরিয়ে আসতে পারছে না।’’

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি করা হয়েছে। ১১১টি সুপারিশ আসছে। আশা করি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশে ফিরলে এ বিষয়ে কাজ শুরু হবে।

পিবিএ/হাতা

আরও পড়ুন...