পিবিএ ডেস্ক: উজ্জ্বল দাগহীন ফর্সা ত্বক কে না চায়। দাগহীন ফর্সা ত্বক পেতে আমরা কতোকিছুই না করে থাকি। অনেক ধরনের প্রোডাক্ট, প্যাক ইত্যাদি আরো কতো কি ব্যবহার করছি। কিন্তু সবসময় উপকার হয়না, অনেক সময় দেখা যায় কোনো প্রোগ্রামে যাবেন কিন্তু আপনার মলিন ত্বক দেখে মন খারাপ হয়ে যায় এমন সময় খুঁজেন ঝটপট ফর্সা হওয়ার উপায়, তাই আজকের লেখায় আমরা আপনাদের এই সমস্যার সমাধানে জানাবো একটি চমৎকার প্যাকের ব্যবহার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ঝটপট ফর্সা ত্বক পেতে চমৎকার প্যাকের ব্যবহারঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। চালের আটা
২।নারকেল দুধ
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি পরিষ্কার বাটিতে ২ টেবিল চামচ চালের আটা নিন।
২। পরিমাণ মতো নারকেলের দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন।
৩। এবার আলতো হাতে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে আঙুল ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিন।
৪। এরপর ত্বক পরিষ্কার পানি দ্বারা ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
বাহিরে যাওয়ার আগে নারকেল দুধ ও চালের আটার প্যাক ঝটপট বানিয়ে ব্যবহার করুন। নিমিষেই প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে ত্বকে।
পিবিএ/ইকে