পিবিএ,ঝালকাঠি: চাকরী ও পরে বিয়ের নাম করে ধর্ষনের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক মনিরের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে কাঠালিয়ার আমুয়ার বাসিন্দা বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন। মামলায় মনির ছাড়াও তাকে সহযোগিতার অভিযোগে আরো একজনকে আসামী করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, কাঠালিয়ার বাসিন্দা ওই নারী ২০১৭ সালে এইচএসসি পাস করে তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরীর জন্য যান। তিনি ওই সময় তাকে প্রথমে প্রেমের প্রস্তার ও পরে বিয়ের প্রস্তাব দেয়। পরে তাকে বিয়ে না করেই বরিশাল নগরীর আগরপুর রোডে একটি ভাড়া বাসায় নিয়ে ধর্ষন করে। পরবর্তিতে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবী করে বিভিন্ন সময় ধর্ষন করে। কিন্তু সম্প্রতি তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে। এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে।
আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তবে উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির দাবী করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এই মামলা করেছে।
পিবিএ/এসডি