ঝিনাইগাতীতে মারপিট করে যুবকের টাকা ছিনতাই

পিবিএ,ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে আরফান আলী (২২) নামে এক যুবককে মারপিট করে ৮০ হাজা র টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবককে গুরুতর আহত অবস্থায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত যুবকের বাড়ী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের কবির আলীর পুত্র। আহত যুবক আরফান আলী জানান, নিজ বাড়ী থেকে ৮০ হাজার টাকা নিয়ে পাশ্ববর্তী ফরজ আলীর বাড়ীতে যাওয়ার জন্য বাড়ীর সামনে সরকারী রাস্তায় উঠার সাথে সাথে পূর্ব শত্রুতার জের ধরে এক ওই এলাকার মোঃ জয়খান সহ তার লোকজন জাপ্টে ধরে এবং রামদা দিয়ে কুপ মেরে মাথায় আঘাত করে বুক পকেটে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। আহত যুবক আরফান আলীর ডাক চিৎকারে আশপাশের বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে এলাকাবাসী জানায় জয়খান ডেফলাই গ্রামের ছাইদুল ইসলাম ওরুফে চদবীর ছেলে। সে ২২ বছরের একতন তরুণ যুবক তার সাথে রয়েছে একাধীক খারাপ প্রকৃতির যুবক সাঙ্গ পাঙ্গ। মাঝে মধ্যেই এই জয়খান এলাকায় বিভিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি আবু বক্কর ছিদ্দিক জানান, জয়খানের ছিনতাই বিষয়ে একটি মামলা দাযের হয়েছে। জয়খানকে গ্রেফতারের প্রক্রীয়া চলছে।

পিবিএ/মোহাম্মদ দুদু মল্লিক/এসডি

আরও পড়ুন...