ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ছোটভাটপাড়া গ্রামের ছোট ভাই জিতেন দাসের ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করেন পুটি বালা। বয়সের ভারে নূয়ে পড়েছেন ৭৭ বছর বয়সের পুটি বালা। মানুষের দ্বারে দ্বারে হাত পেতে নিজের সংসার চালান। পুটি বালার স্বামী মারা গেছে প্রায় ২৫ বছর আগে কিন্তু তার ভাগ্যে জোটেনি একটি বিধবা ভাতার কার্ড। শনিবার ২৩ ফেব্রুয়ারী। ছবি: পিবিএ