পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মাঠ হতে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের বানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় নিহতকে উদ্ধার করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল আলম পিবিএকে বলেন, সকালে এলাকাবাসী ওই গ্রামের মাঠে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় মোবাইলে খবর দেয়। ঘটনা জানার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ ও হাত বাঁধা অবস্থায় নিথরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। রাশিদুল আলম আরো বলেন ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তিকে হয়ত অন্য কোথা হতে মেরে এখানে দুস্কৃতকারীরা এখানে ফেলে রেখে গেছে।
পিবিএ/এটি/এইচএইচ