ঝিনাইদহের ৪ উপজেলায় নির্বাচনি উপকরণ বিতরণ


পিবিএ,ঝিনাইদহ: আগামীকাল ২৪ মার্চ ঝিনাইদহের ৪ টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ জন্য কেন্দ্রে কেন্দ্রে বেলটপেপার, সিল, কালিসহ বিভিন্ন উপকরণ বিতরণ শুরু করেছেন জেলা রিটার্নিং অফিসার ।
ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার সরোজ কুমার নাথ পিবিএ’কে জানান, দুপুর ১ টার সময় তৃতীয় ধাপের ভোট গ্রহনের জন্য কেন্দ্রে সদর উপজেলা,কালীগঞ্জ, শৈলকুপা,ও হরিণাকুন্ডু উপজেলায় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে । এ সময় নির্বাচনের আগে, পরে ও নির্বাচনের দিন সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে নির্দেশনা দেয়া হয়।

আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ৪ উপজেলায় রয়েছে ৯ লাখ ৮১ হাজার ৫’শ ৬০ জন ভোটার।নির্বাচন গুলোতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা রয়েছে ৪২৩টি, এর মধ্যে ২৫৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়েছে। অন্যদিকে শৈলকুপা উপজেলা ১২০টি কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। ঝিনাইদহে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পিবিএ/এটি/হক

আরও পড়ুন...