ঝিনাইদহে অবৈধ সার কারখানা সীলগালা

পিবিএ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ১৬ মাইল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সার তৈরীর কারখানা সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা এ অভিযান পরিচালনা করেন। এসময় কারখানার মালিক আসাদুল ইসলাম (৪৫)কে এক মাসের কারাদন্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ফাতেমা-তুজ-জোহরা পিবিএকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মাইল এলাকায় অভিযান চালিয়ে ১৭.৪ টন ম্যাগনেশিয়াম সালফেট, ১০ টন এসিড, ৪টন জিংঙ্গ সালফেট ও কাঠের গুড়া জব্দ করা হয়। আটক করা হয় কারখানা মালিক আসাদুল ইসলামকে। পরে আদালত বসিয়ে আসাদুলকে ১ মাসের কারাদন্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সীলগালা করে দেয়া হয়।

এসময় ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফকখারুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পিবিএ/আতিক/হক

আরও পড়ুন...