পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শনিবার রাত ১০টা দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী পিবিএ’কে জানান, ওই এলাকার বর্তমান চেয়ারম্যান নিজামুল গনি লিটু ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিকাশ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে লিটু সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় একটি বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১৫টি বাড়িতে ভাংচুর চালানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান পিবিএ’কে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পিবিএ/এ/হক