পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৪৭ টি নমুনার রিপোর্টে নতুন ২৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কালীগঞ্জে ১৮ জন, শৈলকুপায় ৫ জন ও হরিণাকুন্ডুতে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৮ জন মৃত্যুবরণ করেছে।ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১৫ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১৪৬, শৈলকুপায় ৬১, হরিণাকুন্ডুতে ১৮, কালীগঞ্জে ১৪২, কোটচাঁদপুরে ২৫ ও মহেশপুরে ২৩ জন আক্রান্ত হয়েছেন।
পিবিএ/আতিকুর রহমান/এসডি