ঝিনাইদহে গণর্ধষণ মামলার আসামী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী গণর্ধষণ মামলার প্রধান আসামী বাদশা হোসেন (৩১)কে গুলবিদ্ধি অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে সদর উপজলোর খাজুরা জোর্য়াদ্দার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা খাজুরা এলাকার মৃত মন্তজে হোসনেরে ছলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মজিানুর রহমান খান জানান, গণর্ধষণ মামলার প্রধান আসামী বাদশা খাজুরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদরে ভত্তিতিে সখানে অভিযান চালায় পুলিশ।
এসময় পুলশিরে উপস্থিতি টের পেয়ে বাদশা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এসময় পুলশি আত্মরক্ষার্থে গুলি চালালে বাদশা গুলবিদ্ধি হয়। পরে সেখান
থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে র্ভতি করা হয়।
উল্লখ্যে, গত ঈদুল আযহার দিন সন্ধ্যায় শহররে মুক্তিযোদ্ধা মসউির রহমান বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রণেীর ছাত্রী পাশের বাড়িতে তার মাকে খুজতে বের হয় এসময় বাদশা একই এলাকার মন্টু মন্ডলরে ছেলে রুহুল আমীন ও জাফররে ছলেে মুন্নু তাকে মুখ বেধে তুলে নিয়ে গনর্ধষণ করে।
ধর্ষণের পর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ফেলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিত পিতা বাদী
হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পিবিএ/কামরুজ্জামান লিটন /ইকে

আরও পড়ুন...