পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বড়গড়িয়াল এলাকা থেকে গাঁজাসহ মিঠু মোল্লা (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৪ মে) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিঠু মোল্লা ওই গ্রামের মৃত ছলেমান মোল্লার ছেলে।
ডিবি ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একটি চৌকশ দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজাসহ মিঠু মোল্লাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
পিবিএ/এটি/আরআই