পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ঘুর্ণিঝড়ে এক খামারীর প্রায় ৩ হাজার কোয়েল পাখি উড়ে গেছে। মারা গেছে প্রায় ৪ শতাধিক। এতে খামারীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিয়াম কোয়েল খামারের ক্ষতিগ্রস্থ মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়।
এতে তার খামারে থাকা ৬ হাজার কোয়েল পাখির মধ্যে ৩ হাজার পাখি ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। এসময় বেশ কিছু পাখি মারা যায়। তিনি আরো জানান ব্যাংক থেকে ঋন নিয়ে এ খামারটি করেছিলেন। শেষ পর্ষন্ত তার এই সহায় সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
পিবিএ/এটি/বি.এইচ