ঝিনাইদহে চার হোটেলের মালিককে জরিমানা

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে চার মিষ্টির হোটেল থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রবিবার দুপুরে কালীগঞ্জ শহরের মেইন বাসস্টান্ডের হোটেল মদিনাকে ৫হাজার, রায় সুইট হোটেলকে ৮ হাজার, হোটেল আল্লারদান রেষ্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার কে ৮হাজার ও হোটেল ধানসিঁড়ি কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ঝিনাইদহে চার হোটেলের মালিককে জরিমানা
ঝিনাইদহে চার হোটেলের মালিককে জরিমানা

ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারা অনুসারে প্রতি কেজি মিষ্টিতে ১৭৫ গ্রাম করে কম দেওয়ায তাদের কাছ থেকে এই জরিমানা আদায় করেন জাকির হোসেন নির্বাহী ম্যজিষ্ট্র্যেট সহকারি কমিশনার (ভূমি) এমসয় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার জাহিদ হাসান ও এসআই মাসুদ কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুনুর রসিদ কালীগঞ্জ পৌরসভার সেনেটারি ইনেসপেক্টর আলমগীর হেসেন।

নির্বাহী ম্যজিষ্ট্র্যেট সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন বলেন, এ অভিযান চলবে । কালীগঞ্জ বাজারের সকল মাছ ও মাংসের দোকানে মূল্য তালিকা দেওয়া হয়েছে। কোন দোকান যদি এই মূল্য তালিকা না রাখে বা মেনে না চলে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/এইউ/আরআই

আরও পড়ুন...