আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, সদর উপজেলা ভুমি অফিসের সহকারী কমিশনার ভুমি সজল কুমার দাস, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, সদর থানার (ওসি) শাহিন উদ্দিন, কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান সহ আরও অনেকে।
বক্তারা তামাকের আবাদ কমাতে কৃষকদের প্রতি আহবান জানান। পাশাপাশি তামাকের কুফল সম্পর্কে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।