ঝিনাইদহে যায়যায়দিন পত্রিকা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে ঝিনাইদহে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপন করা
হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টায় কালীগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যায়যায়দিন পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি বাদশা ফরহাদের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি জামির হোসেন, সাধারন সম্পাাদক হাবিব ওসমান, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ইমদাদুল হক ইন্তা, দৈনিক ভোরের ডাকের সাংবাদিক এনামুল হক সিদ্দিক, গ্রামের কাগজের জাহাঙ্গীর হোসেন, গাজী টিভির জেলা প্রতিনিধি ওয়ালিয়ার রহমান, দৈনিক ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মোমিনুর রহমান মন্টু, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, দৈনিক ইনকিলাবের সাংবাদিক আশিকুর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্ল্যা দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক বেলাল হোসেন বিজয় ও দৈনিক গণমুক্ত পত্রিকার চিফ রিপোর্টার নজরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে যায়যায়দিনের ১৮ বছর পুর্তির কেক কাটেন মেয়র আশরাফুল আলম আশরাফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, যায়যায়দিন পত্রিকার জেলা
প্রতিনিধি তারেক মাহমুদ। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন যায়যায়দিন পূর্বের ন্যায় আগামি দিনগুলোতে নিরপেক্ষ, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে পাঠকের হাতে পৌছে দেবে প্রতিদিন। যায়যায়দিন দেশের পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত নির্যাতিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আরও পড়ুন...