আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ২৮ সেপ্টম্বর ঝিনাইদহের জেলা সমাবেশ সফল করার জন্য কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান , শ্রমজীবি ও সাধরণ মানুষের মাঝে এ লিফলেট বিতরন করা হয় । লিফলেট বিতরণকালে হামিদের সাথে উপজেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন ।
লিফলেট বিতরণ শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ জানান , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভা সফল করার জন্য কালীগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ । সমাবেশের দিন ঠিক হওয়ার পর থেকে আমি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরবাসির সাথে মতবিনিময় করেছি । আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের সমাবেশ সফল হবে ।