পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে র্যাব। এসময় জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়। রোববার দুপুরে শহরের চাকলাপাড়ার একটি বাসা থেকে প্রায় ৩০ লাখ টাকা মুল্যের এ ঔষধ জব্দ করা হয়। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানায়, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি বিক্রয় নিষিদ্ধ ও আমদানী নিষিদ্ধ ঔষধ মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় একটি বাড়ি তল্লাসী করে ১৪ কার্টুন ঔষধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।
পিবিএ/আতিকুর রহমান/এসডি