ঝড়ো গতিতে ছুটছে শ্রীলঙ্কা

শ্রীলংকার সমর্থকদের উল্লাস

পিবিএ ডেস্ক: ৩৩৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছে শ্রীলঙ্কা। ঝড়ো ব্যাটিংয়ে ১৭ ওভার ১ উইকেটে ১২২ রান সংগ্রহ করেছে তারা। উদ্বোধনী জুটি দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা করেন ১৫ ওভার ৩ বলে ১১৫ রান। ৩৬ বলে ৫২ রান করে ফিরে গেছেন ওপেনার ব্যাটসম্যান কুশল পেরেরা। ক্রিজে আছেন দিমুথ করুনারত্নে ও থ্রিমান্নে।

এর আগে প্রথমে ব্যাট করে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ১৫৩ রানের দানবীয় ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৪ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পক্ষে ধনঞ্জয়া ডি সিলভা ও ইসুরু উদানা দুটি করে উইকেট তুলে নেন।

আজ শনিবার লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ সতর্ক ব্যাটিংয়ে ইনিংস শুরু করেন। দেখেশুনে খেলতে থাকা অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন হয় দলীয় ৮০ রানের মাথায়। ব্যক্তিগত ২৬ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড আউট হন ডেভিড ওয়ার্নার। তার জায়গায় আসা উসমান খাজা বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অধিনায়ক ফিঞ্চকে। ব্যক্তিগত ১০ রানে ধনঞ্জয়া ডি সিলভার দ্বিতীয় শিকার হন এই ব্যাটসম্যান। তবে হতাশ করেননি সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। অ্যারন ফিঞ্চকে সঙ্গ দিয়ে গড়ে তোলেন ১৭৩ রানের বিশাল জুটি। সেই সঙ্গে বড় স্কোরের পথ প্রসারিত হয় অস্ট্রেলিয়ার।

দীর্ঘ এই জুটি ভাঙেন ইসুরু উদানা। ব্যক্তিগত ১৫৩ রানে করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অ্যারন ফিঞ্চ। দলীয় রান তখন ২৭৩। এরপর দলীয় স্কোরে ৫ রান যোগ হতেই আউট হন স্টিভেন স্মিথ। মালিঙ্গার বলে বোল্ড আউট হওয়ার আগে ৫৯ বলে ৭৩ রান সংগ্রহ করেন দলটির সাবেক এই অধিনায়ক।

একপ্রান্তে স্মিথ ও সন মার্শ আউট হলেও অন্যপ্রান্ত আটকে ঝড়ো ব্যাটিং করতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। দলকে টেনে নিয়ে যান ৩৩৪ রানে। এরইমধ্যে এক ওভারে দুর্দান্ত দুটি রান আউট করে অ্যালেক্স ক্যারি ও পেট কামিন্সকে ফিরিয়ে কিছুটা হলেও অস্ট্রেলিয়ার রানের লাগাম টেনে ধরেন দুই উইকেট পাওয়া ইসুরু উদানা।

নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই জয় নিয়ে সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া। অন্যদিকে বৃষ্টিতে আগের দুই ম্যাচ ভেসে যাওয়ায় চার ম্যাচের মাত্র এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে শ্রীলঙ্কা। ইনজুরি কাটিয়ে এ ম্যাচের মধ্যদিয়ে দলে ফিরছেন নুয়ান প্রদীপ।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...