ঝড়ো বাতাসে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ব্যহত

পিবিএ,মানিকগঞ্জ: ঝড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। আর প্রচন্ড ঢেউয়ে চলাচল মারাত্মক ব্যহত হচ্ছে।স্বল্প সংখ্যক ফেরি চলাচল করছে।

এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়াঘাটে আটকে পড়েছে পাঁচ শতাধিক যানবাহন। যানবাহনের লাইন ঘাট এলাকা ছাড়িয়ে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। দৌলতদিয়া প্রান্তে আটকে পড়েছে দুই শতাধিক গরুবোঝাই ট্রাক।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল পিবিএ,কে জানান, ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত আর ঢেউয়ের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে করে ছোট ফেরিগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাকী ৯টি রো রো (বড়) ফেরি চলাচল করলেও পারাপারে সময় দ্বিগুন লাগছে।এতে করে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।ঘাটে আটকে পড়েছে তিন শতাধিক যানবাহন। এর মধ্যে দুই শতাধিক পন্যবোঝাই ট্রাক আর বাকী শতাধিক বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।

আপাতত ট্রাক পারাপার বন্ধ রেখে বাস পারাপার করা হচ্ছে বলেও তিনি জানান। এতে করে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে অপেক্ষমাণ যানবাহনের সারি। এতে করে নৌরুট পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের। দৌলতদিয়াঘাটে আটকে রয়েছে দুই শতাধিক গরু বোঝাই ট্রাকও।

ফেরিঘাট এলাকায় এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করে যাত্রীবাহী বাস নৌরুট পারের সুযোগ পেলেও গরু বহনকারী খালি ট্রাক গুলোকে নৌরুট পারের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘন্টা ধরে। এতে করে ভোগান্তির পাশাপাশি গরুর ট্রিপ নিয়েও চিন্তিত ট্রাক চালকেরা।

এদিকে ঝড়ো বাতাসের কারণে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানান বিআইডব্লিটিএর সহকারি পরিচালক ফরিদুল আলম।তিনি জানান, পদ্মায় প্রবল স্রোত আর প্রচন্ড ঢেউয়ের কারণে নৌদূর্ঘটনা এড়াতে বিকেল তিনটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

পিবিএ/মনিরুল ইসলাম মিহির/ইকে

আরও পড়ুন...